দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জুলাই ২০২৪: শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে জাল নোট পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফ ও কাঁকসা থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিরুডিহার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ লক্ষ টাকার জাল নোট। সব জাল ৫০০ ও ২০০ টাকার নোট।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফিরোজ আলম শেখ। বাড়ি মালদার কালিয়াচকে। কিছুদিন আগে পানাগড় থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছিল এসটিএফ। এদিন আবার জাল নোট পাচারকারী গ্রেফতার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২৪ জুন কাঁকসার মীরে পাড়া থেকে মহম্মদ হাবিবুল্লাহ নামে ওই বছর ২১ এর যুবককে গ্রেফতার করে এটিএফ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত শাহাদাত গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পরে আরও দুইজনকে গ্রেফতার করে এটিএফ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।