শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের দায়ে ২ যুবককে মৃত্যুদণ্ড

দুর্গাপুর দর্পণ, ঝাড়গ্রাম, ২৮ জুন ২০২৩: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের ঘটনায় যুক্ত দুই যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। ঝাড়গ্রাম (Jhargram) জেলার নয়াগ্রাম থানা এলাকার ফাগুন মাণ্ডি এবং রবীন্দ্র রাউতকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
২০২১ সালের ৪ নভেম্বর সকাল দশটায় পাঁচ বছরের এক শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। ৫ নভেম্বর পরিবারের পক্ষ থেকে নয়াগ্রাম থানায় গ্রামেরই যুবক ফাগুনের বিরুদ্ধে শিশুকন্যাকে অপহরণ করার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানতে পারে ঘটনার দিন ফাগুন ওই শিশুকন্যাকে নিয়ে গ্রামের একটি মুদি দোকানে যায়। সেখান থেকে চকলেট এবং বিড়ি কেনে। ফাগুন ওই শিশুকন্যাকে নিয়ে জমির দিকে যায়।
পুলিশ ৭ নভেম্বর ফাগুনকে গ্রেফতার করে। পুলিশি জেরায় সে ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে। সঙ্গী রবীন্দ্রর নাম বলে দেয় সে। পুলিশ রবীন্দ্রকে গ্রেফতার করে। রবীন্দ্র গ্রামের জঙ্গল লাগোয়া জমিতে অপেক্ষা করছিল। ফাগুন মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে সেখানে আনে। এরপর দু’জনে মিলে তাকে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধ করে খুন করে দেহ জমিতে লুকিয়ে রাখে। পুলিশ দেহ উদ্ধার করে।