দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ জুলাই ২০২৪: কথায় আছে, গল্পের গরু গাছে ওঠে। কিন্তু বাস্তবে গরু টিনের চালেও ওঠে! বুধবার সাত সকালে এমনই একটি ভাইরাল ভিডিও ঘিরে নেটিজনেদের মধ্যে ব্যাপক কৌতুহল ছড়ায়। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি টাউনশিপের বি-২ এলাকায় এক ব্যক্তির বাড়ির ব্যালকনি হয়ে গাড়ির গ্যারেজের টিনের চালে উঠে পড়ে একটি গরু।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বি২-২৬১/২ নম্বর কোয়ার্টারে থাকেন সায়ন চক্রবর্তী। তার বাড়িতেই ঘটনাটি ঘটে। নিচ থেকে ব্যালকনি পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে যায় গরুটি। দরজা খোলা থাকায় গরুটি ব্যালকনিতে ঢুকে পড়ে। এরপর সে গ্যারেজের টিনের চালে চলে যায়। এই দৃশ্য দেখতে ভিড় জমে যায় আশপাশের মানুষের। শেষ পর্যন্ত স্থানীয়রা এবং বাড়ির মালিক কোনওক্রমে গরুটিকে আবার ওই ব্যালকনি দিয়েই নিচে নামিয়ে আনতে সমর্থ্য হন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।