দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ মার্চ ২০২৪: নির্বাচনী বিধি ভেঙে কোটি টাকার খেলার উদ্বোধনের অভিযোগ তুলে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল সিপিএম। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে আগামী ২৯ মার্চ থেকে ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’ এর উদ্যোগে আযোজিত হবে বিগ ব্যাশ ক্রিকেট। ৪৫ লক্ষ টাকার নগদ পুরস্কার ছাড়াও থাকছে একাধিক দামী পুরস্কার।
বুধবার সন্ধ্যায় নেহেরু স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আর এতেই নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম ও বিজেপি। সিপিএম ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে মেইল করে অভিযোগপত্র পাঠিয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “এত টাকা খরচ করে একটা প্রাইভেট ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন তৃণমূলের প্রার্থী। এটার মানে, তিনি ভোটের প্রচারের কাজে এই মঞ্চ ব্যবহার করেছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে এই প্রতিযোগিতার খরচ প্রার্থীর ভোট খরচের মধ্যে দেখানোর দাবি করেছি। তিনি নির্বাচন বিধি ভেঙে এই কোটি টাকার খেলাকে প্রমোট করেছেন।”
অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “কোটি কোটি টাকার টুর্নামেন্ট। এই টাকার উৎস কী? তৃণমূলের অবৈধ বালি, কয়লার টাকা এগুলো। এটা প্রমোট করলেন তৃণমূল প্রার্থী। এটা বিধি ভঙ্গ। আমরা কমিশনকে এটা নিয়ে অভিযোগ করবো।” এই বিষয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, “আমি এখনও মনোনয়ন পেশ করিনি। তার আগে এই অভিযোগ সঠিক নয়। আসলে, সিপিএম ‘খোকলা’ হয়ে গিয়েছে। ওদের কোনও কাজ নেই তাই এই অভিযোগ করছে। ওরা হারের ভয়ে অযৌক্তিক অভিযোগ আনছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।