দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২৪: লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) প্রচারে সিপিএম প্যারোডি বানিয়েছে জনপ্রিয় বলিউডি গান ‘জামাল কুদু’র! এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন। এর আগে নির্বাচনী প্রচারে টুম্পা সোনা গানের প্যারোডিও খুব জনপ্রিয় হয়েছিল। ‘অ্যানিমেল’ সিনেমায় ইরানের জনপ্রিয় গান ‘জামাল কুদু’ (Jamal Kudu) ব্যবহার করা হয়েছিল। সেই গান খুব জনপ্রিয় হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ‘জামাল কুদু’ গান ও নাচ। তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করতে সেই গানের প্যারোডিকে ব্যবহার করেছে সিপিএম। দেখুন সেই ভিডিও।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now