দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে বুধবার প্রচারে আসেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। তিনি জানান, যেখানেই গিয়েছেন, সেখানেই ডিএসপির আবাসন সমস্যা থেকে শুরু করে ডিএসপির পরিষেবা সংক্রান্ত অভিযোগ শুনেছেন বাসিন্দাদের কাছে।
বুধবার সকালে ডিএসপি মেন গেটের সামনে সিটু সহ অন্যান্য বাম শ্রমিক সংগঠন এবং আইএনটিইউসির যৌথ প্রচার কর্মসূচিতে অংশ নেন সুকৃতি ঘোষাল। কারখানায় আসা শ্রমিকদের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জি জানান। এদিন তিনি ডিএসপি টাউনশিপের আশীষ মার্কেট, চন্ডীদাস বাজার প্রভৃতি এলাকায় প্রচার করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তিনি জানান, কেউ বলে আবাসন নিয়ে ডিএসপি কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের নাজেহাল করছেন, কেউ অভিযোগ করছেন পানীয় জল সরবরাহ নিয়ে। এরপর দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের কমলপুর থেকে রঘুনাথপুর জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন সুকৃতি ঘোষাল। সেখান থেকে ফের ডিএসপি টাউনশিপের ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি, জয়দেব, ভারতী, নাগার্জুন, নিউটন এভিনিউতে প্রচার করেন।
বিকেলে এএসপি মেন গেটে শ্রমিকদের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান। রাতে ডিএসপি ও এএসপি অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করার কথা রয়েছে তাঁর। এদিন দুর্গাপুরের বেনাচিতিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী ও সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)