দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ এপ্রিল ২০২৪: ভুতুড়ে পোস্টাল ব্যালট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে সিপিএম। দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিক নগরের ২৬১ নম্বর বুথে নয় জনের নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জন মৃত!
সিপিএমের অভিযোগ, মৃত ভোটারদের সরকারি কাজে যুক্ত বলে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে। সেই পোস্টাল ব্যালট তাঁদের বাড়িতে যাবে না বরং চলে যাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে। শুধু দুর্গাপুর পশ্চিম বিধানসভার ২৬১নম্বর বুথেই নয়, বর্ধমান-দুর্গাপুরের বিভিন্ন বুথে একই ছবি দেখা যাচ্ছে। তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে চাইছে নির্বাচন কমিশন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সিপিএমকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ৩৪ বছর ধরে মৃত মানুষের ভোট নিয়ে এসেছেন ওরা। এখন মরে ভূত হয়ে গিয়েছে। তাই স্বপ্ন দেখছে। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ওদেরকে বলুন, আমাদের বলে কী হবে! যদিও মহকুমা নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও কোনও পোস্টাল ব্যালট ইস্যু হয়নি। সমস্ত তথ্য যাচাই করার পরেই প্রবীণ ভোটারদের পোস্টাল ব্যালট ইস্যু করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)