মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী সিপিএম নেতা

দুর্গাপুর দর্পণ, বালুরঘাট, ৩১ জুলাই ২০২৩: মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সিপিএম (CPIM) নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হরিরামপুর এলাকায়। মৃতের নাম শেখ সামসুজ্জামান (৭২)। তিনি ২০০৩-২০০৮ সাল পর্যন্ত সিপিএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন। কোনও কারণে কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
পরিবারের দাবি, সোমবার সকালে বাড়ির ছাদে গিয়ে নিজের পিস্তল দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। তাঁকে তড়িঘড়ি হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হরিরামপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।