বিধাননগরের প্রধান রাস্তা বেহাল মাসের পর মাস, অবরোধে সিপিএম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে সিপিএম। হাডকো মোড়ের কাছে শহিদ সুকুমার ব্যানার্জি রোড অবরোধ করেন সিপিএমের কর্মীরা। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রসঙ্গত, বেহাল রাস্তা সংস্কার সহ নানা দাবিতে কিছুদিন আগে সিপিএম ৩ নম্বর বরো অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়।
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানান, ২৭ নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা হল শহিদ সুকুমার ব্যানার্জি রোড। পুরো রাস্তাটি ভেঙে গিয়েছে। মাসের পর মাস ধরে এক অবস্থা। এছাড়াও ওয়ার্ডের বহু রাস্তা বেহাল। অবিলম্বে রাস্তা সংস্কার না করা হলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান তিনি।