দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: কেন্দ্র ও রাজ্য সরকার মিলে শিল্পাঞ্চলের সব শিল্প বন্ধ করে দিচ্ছে। আবার কোথাও পাট্টার জমি টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। গরীব মানুষকে সমস্যায় ফেলছেন তৃণমূল ও বিজেপির নেতারা। এই অভিযোগ তুলে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নয়া কর্মসূচি বামেদের।
দুর্গাপুরের শ্যামপুর সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই পদযাত্রা। কয়েকশো সিপিএম কর্মী সমর্থক এই পদযাত্রায় পা মিলিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে তুলতে একেবারে গরীব মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। ঘরে ঘরে তুলে ধরা হচ্ছে সরকারি দুর্নীতির কথা। পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “এই দুই সরকারের আমলে বন্ধ হয়েছে একের পর এক শিল্প। কাজ পাচ্ছে না বেকার যুবক-যুবতীরা। শিল্পাঞ্চলের কলকারখানাগুলিতে বেকার যুবক-যুবতীদের কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। আবার পাট্টার জমি টাকার বিনিময়ে বিক্রিও করে দিচ্ছে তৃণমূলের নেতারা।’’
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পঙ্কজ রায় সরকার জানান, এই দুই দুর্নীতিগ্রস্ত সরকারের দুর্নীতির কথা তাঁরা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। সংগ্রহ করা চাল ডাল রান্না করছেন গরীবের ঘরে। এবং সেই খাবার খেতে খেতেই তারা দুর্নীতির কথা তুলে ধরেছেন সাধারণের মধ্যে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “৩৪ বছর ধরে সব কলকারখানা রুগ্ন করে এখন বড় বড় কথা বলছে সিপিএম। রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা তাঁরাও নিচ্ছেন। আর বিজেপির সাথে তলায় তলায় সেটিং করে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চক্রান্ত করছে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “তৃণমূল আর কংগ্রেসের সাথে জোট করেছে সিপিএম। ভন্ড জোট কী নিয়ে মিছিল করছে কেউ দেখবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।