দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য তথা সারা দেশ। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসা থানা ঘেরাও করে সিপিএম।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন জেলা সিপিএম নেতা বীরেশ্বর মন্ডল, আব্দুল রহিম, হরজিত সিং নিক্কি প্রমুখ। স্মারকলিপিও জমা দেওয়া হয়। থানার বাইরে আয়োজিত প্রতিবাদ সভায় সিপিএম নেতারা আর জি কর হাসপাতালের ঘটনায় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্যে স্বৈরাচারী সরকার চলছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলোও আর নিরাপদ নয়। পুলিশ রক্ষকের পরিবর্তে ভক্ষক হয়ে উঠেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।