হকারদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মিছিল সিপিএমের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: হকারদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বিক্ষোভ মিছিল করল সিপিএম। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এডিডিএ পর্যন্ত মিছিল হয়। দুর্গাপুর নগর নিগম ও এডিডিএ-র সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। নেতৃত্ব দেন প্রাক্তন সিপিএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী ও সন্তোষ দেব রায়। ছিলেন উচ্ছেদ হওয়া হকারদের অনেকে। পুনর্বাসনের দাবি জানান তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, “কলকাতা পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন হকারদের চিহ্নিত করা হবে এবং পরিচয় পত্র দেওয়া হবে। নির্দিষ্ট জায়গা দেওয়া হবে। কিন্তু সে সব কিছু না করে অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। দুর্গাপুরেও গত পাঁচ ছয় মাস আগে একবার হকার উচ্ছেদ করা হয়। কিছুদিন আগে আবার হকার উচ্ছেদ হল। চরম সমস্যার মুখে এখন হকাররা। কেন্দ্র ও রাজ্য সরকারকে ২০১৪ সালের আইন অনুযায়ী হকারদের পাশে দাঁড়াতে হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।