দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৭ আগস্ট ২০২৪: ফাটল ধরেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার কুনুর নদের ব্রিজে। পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের উপর এই ব্রিজ দিয়ে চলছে চরম ঝুঁকির যাতায়াত। প্রতিবছর বর্ষার সময় কুনুর ব্রিজের উপর ফাটল দেখা দেয়। জোড়াতালি দিয়ে মেরামত করা হয়। এবারেও তার ব্যতিক্রম হল না। খবর পেয়ে এদিনই পূর্ত দফতরের আধিকারিকেরা যান ব্রিজ পরিদর্শনে।
পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে বীরভূম তথা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম হল পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক। কাঁকসার দোমড়া এলাকায় সেই সড়ক গিয়েছে কুনুর নদের উপর দিয়ে। সারা দিন ট্রাক, লরি, ডাম্পার, বাস চলাচল করছে। তেমন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের এমন বেহাল দশা বছরের পর বছর ধরে। প্রতিবছরই বর্ষায় কুনুরের জল বাড়লে ব্রিজ হয় বসে যায় নয় ফাটল ধরে। এবারও কুনুরের জল নেমে যাওয়ার পরে দেখা গেল, ব্রিজের মাঝের অংশে গর্ত। বসে গিয়েছে কিছুটা। তার উপর দিয়েই আতঙ্ক নিয়ে চলছে যাতায়াত।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ব্রিজ বসে যাওয়ার পরে ব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ করে বিকল্প রাস্তা তৈরি করে ব্রিজের মেরামতি করা হয়েছিল। বসে যাওয়া অংশ লোহার কাঠামো দিয়ে উঁচু করা হয়েছিল। কিন্তু স্থায়ী সমাধান কিছু হয়নি। সবার দাবি, নতুন ব্রিজ নির্মাণ করা হোক। নতুন ব্রিজ নির্মাণের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু ব্রিজের কাজ কেন শুরু হল না তা নিয়ে চিন্তায় সবাই। বুধবার কুনুরের জল কমে যাওয়ার পর এলাকার বাসিন্দারা দেখেন, ব্রিজের মাঝের অংশটা বড় ফাটল এবং অনেকটাই বসে গিয়েছে। কাঁকসার বিডিও পর্ণা দে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেচ দফতরকে জানানো হয়েছে। গলসির বিধায়ক নেপাল ঘড়ুই জানিয়েছেন, তিনিও বিষয়টি উচ্চতর দফতরে জানিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই পূর্ত দফতর সেতু পরিদর্শন করেছে। মেরামতির কাজ শুরু হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।