যাতায়াতের সুবিধার জন্য পাঁচিল ভাঙতেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে চিত্তরঞ্জন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২১ মে ২০২৪: রেলশহর চিত্তরঞ্জন। রেল কারখানার জন্য দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে চিত্তরঞ্জনেরও নাম উঠে আসে। সেই শহরের রেল কারখানা ও আবাসন এলাকা দুষ্কৃতীদের দৌরাত্ম্যে নিরাপত্তার অভাবে ভুগছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে, নির্দিষ্ট দপ্তর।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা অঞ্চল চিত্তরঞ্জন। এই শহরের জামতাড়া, মিহিজাম-সহ একাধিক এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বেড়েই চলেছে।সংস্থার সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার প্রমোদ ক্ষেত্রী বলেন, নিরাপত্তা রক্ষার্থে উপয়ুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, যাতায়াতের সুবিধার জন্য বাসিন্দারা পাঁচিল একাধিক জায়গায় ভেঙে দিয়েছেন। ছোট ছোট গেট ও রাস্তা তৈরি করে নিয়েছেন। আন্তঃরাজ্য দুষ্কৃতীরাও এই রাস্তা দিয়েই খুব সহজে এলাকায় ঢুকে পড়ছে।

বাইরে যাতায়াতের জন্য ১, ২ ও ৩ নম্বর গেট  আছে। এই গেট গুলি বৈধ । এই গেটে রেল পুলিশের কড়া নিরাপত্তা থাকে ২৪ ঘন্টা। কিন্তু আবাসানসের বাসিন্দারা নিজের প্রয়োজন মত পাঁচিল ভেঙে ফেলায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে রেল কারখানা সহ আবাসন এলাকার।  দ্রুত এই ফাটল গুলি সারিয়ে ফেলা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রমোদ ক্ষেত্রী ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!