দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ মার্চ ২০২৪: রাস্তায় দশ, বিশ টাকার নোট ছড়িয়ে থলে থেকে ১লক্ষ ৮০হাজার টাকা কেপমারির ঘটনা ঘটেছিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যান্ডেল থেকে দুষ্কৃতীকে পাকড়াও করে আনল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম কালিদাস নাইডু। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয়েছে দুর্গাপুর আদালতে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শনিবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের জোতিষ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৮০হাজার টাকা তোলেন। সেই টাকা কাপড়ের থলেতে ভরে ব্যাঙ্কের বাইরে যান। থলেটি সাইকেলের হ্যান্ডেলে ঝোলানোর পরেই ঘটে কেপমারি।
রাস্তায় কিছু দশ, বিশ টাকার নোট পড়ে আছে বলে জানায় এক যুবক। সেই টাকা দেখতে যেতেই দেড় মিনিটের মধ্যে তার থলে ফাঁকা করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নামে দুর্গাপুর থানার পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যেই ব্যান্ডেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে হেফাজতে নিয়ে দলের মূল পান্ডার খোঁজ চালাবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।