পালপাড়া এলাকার বাসিন্দাদের রাতে কুকুরের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন, রাস্তায় বিশাল, প্রায় ১০ ফুট লম্বা একটি কুমির ঘুরে বেড়াচ্ছে।
—————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ অক্টোবর ২০২৩: বাড়ির দরজায় দরজায় ঘুরছে কুমীর, সে এক ভয়াবহ দৃশ্য পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) কালনা শহরে। শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দাদের রাতে কুকুরের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন, রাস্তায় বিশাল, প্রায় ১০ ফুট লম্বা একটি কুমির ঘুরে বেড়াচ্ছে।
খবর দেওয়া হয় পুলিশে। খবর দেওয়া হয় বন দফতরে। বন কর্মীরা গিয়ে কুমিরটিকে উদ্ধার করেন। বনকর্মীরা জানান, হয়তো খাবারের খোঁজে কুমিরটি ভাগীরথী থেকে উঠে এসেছিল। তবে এর আগে এভাবে লোকালয়ের ভিতরে কুমির ঘুরে বেড়াচ্ছে এমন দৃশ্য এর আগে দেখা যায়নি এই এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
আরও পড়ুন- খাবারের খোঁজে জলে নেমে জালে আটকে পড়ল বিশাল অজগর