ভর সন্ধ্যায় ক্রাশার মালিককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ২২ আগস্ট ২০২৩: বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ক্রাশার মালিক। আচমকা দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তিনি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তাপস দাস (৩২)। বাড়ি বীরভূমের কাপিষ্ঠার কেন্দ্রসড়াই গ্রামে।
গুলি করেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা ক্রাশার মালিককে গুলি করল তা এখনও স্পষ্ট পুলিশের কাছে। ঘটনার পিছনে ব্যবসায়ী কোন গন্ডগোল আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।