নিখরচায় সিটি স্ক্যান চালু হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিখরচায় সিটি স্ক্যান পরিষেবা চালু হল।উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডি) চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ধীমান মন্ডল প্রমুখ।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষও আসেন চিকিৎসা করাতে। আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকের সমস্যা হয়। সেকথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এদিন শুরু হল নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা। স্বাস্থ্য দফতর অত্যাধুনিক মানের সিটি স্ক্যান মেশিন বসিয়েছে। একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে পিপিপি মডেলে চালু করা হল এই পরিষেবা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন পরিষেবা আজ থেকে শুরু হল। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বহু মানুষের সুবিধা হবে। রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো উন্নত হচ্ছে। আগামী দিনে আরও উন্নত হবে সরকারি হাসপাতাল।” রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, “সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোনও হাসপাতালেই থাকে না। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মত পরিষেবা পাওয়া যাচ্ছে। হাসপাতালের মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

