দুর্গাপুর: আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে বুধবার একাধিক কর্মসূচী নেওয়া হয়। এদিন বিকালে সিটি সেন্টারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার উদ্যোগে চিকিৎসক, চিকিৎসা কর্মী সহ সাধারণ মানুষ পথে নামেন। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় জংশন মল চত্বরে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, রাত ৯-১০টা পর্যন্ত আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করার কথা রয়েছে তাঁদের।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
একই ভাবে সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে ডিএসপি টাউনশিপের চন্ডীদাস রোটারিতে আজ রাত ১০টায় রাত পুনর্দখল কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। মহিলাদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক কর্মীরা মধ্যরাত পর্যন্ত রাত পুনর্দখল কর্মসূচী পালন করবেন বলে জানা গিয়েছে। আর জি কর নিয়ে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি স্থগিত হয়েছে। দ্রুত শুনানি ও সঠিক বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গার মতো দুর্গাপুরের চন্ডীদাস খোলা মার্কেটে কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রসঙ্গত, ১৪ আগস্ট রাতে এখানে রাত দখলের কর্মসূচী হয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।