দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ১৪ মার্চ ২০২৪: বাঁকুড়ার (Bankura) পোয়াবাগান এলাকার ‘উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং’-এ গত ১০ মার্চ ‘আলেখ্য বাঁকুড়া-টেগোর কালচারাল একাডেমি’-র উদ্যোগে ‘প্রতিভার খোঁজে’ শীর্ষক একদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবীন্দ্রনাথের গান, কবিতা এবং রবীন্দ্রকাব্য নাট্য। এই তিনটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন বিষয়ে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাণী চট্টোপাধ্যায়, আনন্দিতা রায়, কাকলি রায়, তপেশ বন্দ্যোপাধ্যায়, বরুণ রায়, ইতি সিনহা পাল, দীপঙ্কর মুখোপাধ্যায়, শ্রাবন্তী সাহা, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সোমা মৈত্র প্রমুখ।
প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া বিচারকদের সংবর্ধনা দেন আয়োজকরা। টেগোর কালচারাল একাডেমির সভাপতি শক্তি চট্টোপাধ্যায় এবং সম্পাদক দেবাশিস মৌলিক প্রতিযোগিতার সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।