অনুরাগপুর চৈতালি সবপেয়েছির আসরের উদ্যোগে বিশাল সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুর্গাপুর: রবিবার পানাগড়ের অনুরাগপুর চৈতালি সবপেয়েছির আসরের উদ্যোগে বিশাল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুরু করেন সবপেয়েছির আসর, দুর্গাপুর অঞ্চলের সংগঠক পরিমল দাস। আঁকা, ছড়া, নাচ, গানে এলাকার তিনশোর বেশি শিশু-কিশোর অংশগ্রহণ করে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রতিযোগিতার মঞ্চের পাশে একটি বিশেষ শ্রদ্ধা মঞ্চ তৈরি করা হয়। এই মঞ্চে গ্রামের প্রয়াত সংস্কৃতিপ্রেমী ও ক্লাব কর্মীদের মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আয়োজন করা হবে। সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত প্রধান সুমনা সাহা, বিমল দে, তপনজ্যোতি ভাদুড়ী, মঞ্জু রায়, অতনু বৈদ্য, অভিজিৎ রায় প্রমুখ। প্রতিযোগী ও অভিভাবকদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
