![buddhadeb sengupta](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-05-at-14.43.16-scaled.jpeg?fit=1024%2C1024&ssl=1)
দুর্গাপুর: কল্পতরু মেলায় প্রতি বছরের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। ডিপিএল টাউনশিপের মোহর মঞ্চে ২ জানুয়ারি থেকে প্রতিদিন বিকালে শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ২ জানুয়ারি মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করে অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় বিশিষ্ট শিল্পীরা গান, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, অর্ণশ্রী চক্রবর্তী, বাণী চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পী মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। সম্মেলক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের সাধুবাদ পেলেন দুর্গাপুর রম্যবীণা, চিন্তামণি সঙ্গীত বিদ্যালয়, মোহর, স্বরবাক ইত্যাদি সংস্থা। ছিল নৃত্যানুষ্ঠানও। সবশেষে বিভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাগ্নিক সেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপা মুখার্জী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![কল্পতরু মেলায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-05-at-14.43.16-scaled.jpeg?w=180&ssl=1)