ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে বিধবা মহিলার ১ লক্ষ টাকা লুঠ করল প্রতারক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ সেপ্টেম্বর ২০২৩: ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে বিধবা মহিলার প্রায় ১ লক্ষ টাকা লুঠ করল প্রতারক। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকের ঘটনা। তমলুকের চনশরপুর এলাকার বিধবা গৃহবধূ শাহানারা খাতুন বিবি সাইবার থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, দামি উপহারের লোভ দেখিয়ে টাকা লুঠ করেছে এক প্রতারক।
বছর দু’য়েক আগে স্বামীর মৃত্যুর পরে চার সন্তানকে নিয়ে সংসার তাঁর। আর্থিক কারণে কাজ খুঁজছিলেন। সম্প্রতি ফেসবুকে একটি বন্ধুত্ব পাতানোর অ্যাপে রবি শর্মা নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়। তার পাতা ফাঁদে পা দেন জাহানারা। ভিডিও কলে হিরে, সোনার গয়না, দামি মোবাইল দেখিয়ে উপহার হিসাবে তা ব্রিটেন থেকে তাঁকে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
জাহানারা জানান, পরদিন ফোন করে তাঁকে জানানো হয়, কুরিয়ার দমদম বিমানবন্দরে এসে গিয়েছে। কিন্তু তা পেতে গেলে কুরিয়ার ফিজ বাবদ ১০ হাজার টাকা দিতে হবে। তিনি তা পাঠান। তাঁর অভিযোগ, এরপর কখনও জিএসটি বিল বাবদ, কখনও উপহারের সঙ্গে থাকা ৬ হাজার পাউন্ড ভাঙানোর জন্য ট্যাক্স বাবদ, নানা ভাবে ধাপে ধাপে প্রায় ৯০ হাজার টাকা পাঠান।
দামি উপহারের লোভে নিজের গায়ের গয়না বিক্রি করে সেই টাকা জোগাড় করেন তিনি। কিন্তু তার পরেও কুরিয়র না পেয়ে ফোন করলে ফের তাঁকে ৭৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। এরপরেই জাহানারা বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। ঘটনার তদন্ত করছে তমলুক সাইবার থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।