দুর্গাপুর দর্পণ, ৩০ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের শাস্ত্রীয় নৃত্যশিক্ষা কেন্দ্র আদি’জ ড্যান্স একাডেমির নবম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। গত ২৮ মে বিকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত।
অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ ভারতীয় নৃত্যের বিভিন্ন আঙ্গিকের নৃত্যশৈলী তুলে ধরেন একাডেমির শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তিনশো-র ও বেশী। অনুষ্ঠানে শিল্পী বুদ্ধদেব সেনগুপ্তকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক সনাতন ঘোষ, শিক্ষাব্রতী ইলা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন একাডেমির অধ্যক্ষা রুমেলা দাস।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।