দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডুমুর তলা সংলগ্ন লেবুতলা এলাকায় বিজেপি নেতা অঙ্কুশ কুমার দাসের বাড়ি। স্ত্রী ও মেয়েকে নিয়ে শশুর বাড়ি গিয়েছিলেন তিনি। ভোরে বাড়ির দরজা ভেজিয়ে দিয়ে সামনে ফুল তুলতে বেরিয়েছিলেন তাঁর মা আলোরানী দাস। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে আলমারি খুলে সোনার আংটি, গলার হার, কানের দুল ও অঙ্কুশের মেয়ের পুরস্কার স্বরূপ পাওয়া চারটি গোল্ড মেডেল চুরি করে নিয়ে পালায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রাজ্য সরকারের অধীনস্ত সংস্থা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের নিজস্ব আবাসনে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের টাউনশিপে বেশ কিছু আবাসন দখল হয়ে গিয়েছে। বহিরাগতরা ঢুকে পড়ছে। অচেনা মুখের ভিড়। অসামাজিক কাজকর্ম বাড়ছে। দিন কয়েক আগেও সামান্য দূরে একটি মন্দিরের দেওয়াল ভেঙে প্রতিমার সোনা, রুপোর গয়না, বাসনপত্র, প্রণামী বাক্সে জমা টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল। কোকওভেন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিজেপি নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।