বড়দিনের ছুটিতে দার্জিলিং বা পুরী যাবেন? ওয়েটিং লিস্ট জানলে চোখ কপালে উঠবে!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ আগস্ট ২০২৩: আপনি কি এখনও ভাবছেন যে বড়দিনের ছুটিতে কোথায় বেড়াতে যাবেন? প্রতি মুহূর্তে আপনার কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু দ্রুত কমছে। এখনই ওয়েটিং লিস্ট কত তা জানলে অবাক হবেন! দার্জিলিং মেলের সব শ্রেণীতেই গড় ওয়েটিং লিস্ট ১০০ এর উপর।
এছাড়াও ২২, ২৩, ২৪ ডিসেম্বর পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেসেও ওয়েটিং লিস্ট ৫০ এর বেশি। আর, বন্দে ভারতের কথা তো না বলাই ভাল! ২৩ ডিসেম্বর ১০০ এর বেশি ওয়েটিং। কামরূপ বা সরাইঘাট এক্সপ্রেসেও ওয়েটিং লিস্ট ক্রমশ বাড়ছে। ২২ ডিসেম্বর ১০০ এর নিচে হলেও ২৩ ডিসেম্বর থেকে কিন্তু তা অনেক বেশি।
পুরী যাওয়ার কথা ভাবছেন? পরিস্থিতি প্রায় একই! ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ২২, ২৩, ২৪ ডিসেম্বর ওয়েটিং লিস্ট এখনই ১৫০ এর উপরে। তাই এখনই টিকিট কেটে ফেললে হয়তো তাও কিছুটা সম্ভাবনা বেঁচে থাকবে। এর পরে কিছুই থাকবে না হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।