দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ জুন ২০২৩: রাশিয়া, ভারত আগেই শুরু করেছিল। এবার আফ্রিকার একাধিক দেশ সেই পথেই হাঁটতে চলেছে বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে (International Trade) আমেরিকান ডলারের (US dollar) বিকল্প (de-dollarization) খুঁজতে শুরু করেছে আফ্রিকার ওই দেশগুলি। এর ফলে বিশ্ববাজারে আমেরিকান ডলারের গুরুত্ব আরও কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মোট ১৮টি দেশে ‘স্পেশাল রুপি ভস্ত্রো অ্যাকাউন্ট’ বা এসআরভিএ খোলায় সবুজ সঙ্কেত দিয়েছে। রাশিয়া, জার্মানি, ব্রিটেন, সিঙ্গাপুর, ইসরায়েল, কেনিয়া, বোৎসোয়ানা, ফিজি, গায়ানার মতো দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের বিকল্প হিসাবে ভারতীয় টাকায় লেনদেন করার ইচ্ছা প্রকাশ করেছে। এবার আফ্রিকা মহাদেশের দেশগুলি নিজেদের মধ্যে ডলারের ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা প্রভৃতি দেশও এই পথেই এগোতে চাইছে।