দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: বাথরুমের মেঝে থেকে উদ্ধার ৭৫ বছরের বৃদ্ধার রক্তাক্ত দেহ। ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির ধুনুড়া প্লট সংলগ্ন সত্যজিৎ পল্লীতে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় মৃতার নাম গুলাবি দেবী।
বাথরুমে পড়ে আছে মা। ছেলের কথা শুনে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে ছেলে, বৌমা এবং এক নাতির সাথে থাকতেন তিনি। তবে প্রায় প্রতি দিন অশান্তি হতো। স্থানীয় এক মহিলা বলেন, প্রায় দিন অশান্তি লেগেই থাকতো। বাড়ির ভেতর থেকে বৃদ্ধার কান্নার আওয়াজ আসত। এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বাথরুমে পড়ে মৃত্যু হলে এত রক্ত পড়ে থাকতে পারে না। খুন করা হয়েছে বলে তাদের আশঙ্কা।
আরেক বাসিন্দা রঞ্জিত সাউ বলেন, মৃতা বৃদ্ধার ছেলে কাজে গিয়েছিলেন। নাতিও কাজে ছিল। বাড়িতে বৌমা এবং বৃদ্ধা ছিলেন। তার ছেলে বাড়ি ফিরে এসে তাদের খবর দেয়। তারা বাড়িতে গিয়ে দেখেন উপুড় হয়ে পড়ে আছেন বৃদ্ধা। কাপড়ে, ব্লাউজে রক্ত লেগেছিল। বাড়ির মেঝেতেও পড়েছিল রক্ত। সেই রক্ত মোছা হয়েছে, বোঝা যাচ্ছিল। দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনা ঘটিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।