September 29, 2023

ব্যায়াম করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ৩১ জুলাই ২০২৩: সাত সকালে ছাদে ব্যায়াম করতে গিয়ে মৃত্যু হল স্বপন কুমার দে নামে ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে থানার ১৫ নং ওয়ার্ডের বইলা এলাকায়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

প্রতিদিনের মতোই বাড়ির ছাদে ব্যায়াম করছিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী স্বপন কুমার দে। হঠাৎ ই তিনি ছাদ থেকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। ভিড় করে প্রতিবেশীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেউ ঠেলে দিয়েছে নাকি তিনি নিজেই পড়ে গেছেন ?

জানা গিয়েছে, স্বপনাববুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। মেয়েটি বিশেষ চাহিদাসম্পন্ন। স্বপনবাবুর আচমকা  এইভাবে মৃত্যুতে সন্দেহ দানা বেঁধেছে।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: