দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় (এএসপি) দুর্ঘটনায় গুরুতর জখম হন কর্মরত শ্রমিক ঋষিরাজ দাস। রবিবার চিকিৎসাধীন অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বার বার রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা ডিএসপি ও এএসপিতে দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে শ্রমিকরা প্রশ্ন তুলছেন।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, গত ৩ মার্চ রাতে এএসপিতে ইস্পাত তৈরীর সময় ল্যাডেল উল্টে যায়। ছিটকে পড়ে গলিত লোহা। ঝলসে গিয়ে গুরুতর জখম হন ঋষিরাজ দাস। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।