September 28, 2023

মদ্যপ বাবার মারে মৃত্যু ছেলে-মেয়ের, হাসপাতালে ভর্তি আরও দুই সন্তান, খোঁজ নেই মায়ের

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ২৪ জুলাই ২০২৩: মদ্যপ বাবার মারে মৃত্যু ছেলে-মেয়ের। হাসপাতালে ভর্তি আরও দুই সন্তান। খোঁজ নেই মায়ের। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার ডিগশিলি গ্রামে। অভিযোগ, গ্রামের বাসিন্দা প্রভাস মাহাতো রাতে মদ খেয়ে বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে ঝামেলা জুড়ে দেয়। স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যান।

এরপরেই প্রভাস চার সন্তানকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। মাটিতে ফেলে আছাড় মারে। এরপর সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় চার সন্তানকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত বছরের মধুমিতাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বাকি তিন সন্তানকে রাঁচির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন বছরের জয়দেবের মৃত্যু হয়। বাকি দু’জনের চিকিৎসা চলছে। পুলিশ প্রভাস ও তার স্ত্রীর খোঁজ করছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া থেকেই এত বড় ঘটনা ঘটেছে না কী এর পিছনে অন্য কিছু কারণ রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: