বিডিও অফিসের গাড়ির ধাক্কায় মৃত্যু ছাত্রের, উত্তপ্ত বাঁকুড়া

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ৬ জুন ২০২৩: বাইকে করে যাচ্ছিল এবারের মাধ্যমিক পাশ করা এক কিশোর। বিডিও অফিসের গাড়ি উল্টো দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে ওই কিশোর। তার মাথায় গুরুতর চোট লাগে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার (Bankura) ইন্দাস থানার সামড়োঘাট সংলগ্ন ফতেপুর বাজারে।
জানা গিয়েছে মৃতের নাম সন্দীপ বিশ্বাস (১৬)। বাড়ি ইন্দাস থানার পাটরাই কলোনি এলাকায়। সোমবার বিকালে বাইকে করে পাটরাই থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল সন্দীপ। ফতেপুর বাজার এলাকায় বিডিও অফিসের গাড়ি মুখোমুখি তার বাইকে ধাক্কা মারে। পুলিশ গিয়ে গাড়িটি আটক করে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।