অবশেষে ১০ বছর পরে বাড়ি ফিরছেন সারদাকাণ্ডের দেবযানী মুখোপাধ্যায়

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জুন ২০২৩: অবশেষে ১০ বছর পরে বাড়ি ফিরছেন সারদাকাণ্ডে (Saradha Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। তবে মাত্র ৬ ঘন্টার জন্য। প্যারোলে রবিবার তিনি বাড়ি আসার সুযোগ পেয়েছেন। অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর হয়।
সারদা মামলায় ২০১৩ সালে কাশ্মীর থেকে কলকাতা পুলিশ সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে তাঁকেও গ্রেফতার করে নিয়ে আসে। ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত হন দেবযানী। গত ১০ বছরে একাধিকবার জামিনের আবেদন করলেও, জামিন মেলেনি। তবে রবিবার প্যারোলে কয়েক ঘণ্টার জন্য় মুক্তি পেলেন তিনি।