September 26, 2023

পরিবেশকে সুন্দর রাখুন, পান দারুন উপহার

দুর্গাপুর দর্পণ,পূর্ব বর্ধমান, ১ জুন ২০২৩: পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা ভাবে ফেলতে হবে পুরসভার নির্দিষ্ট করে দেওয়া বালতিতে। তাহলেই মিলবে আদা। দেবেন ১ নম্বর ওর্য়াডের পুরপিতা সুমিতকুমার শর্মা।

অবাক হলেও একদম সত্যি ঘটনা। বাজারে আদার দাম আকাশ ছোঁয়া। অথচ রান্না ঘরের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী আদা। পরিবেশকে সুন্দর করে তুলতে পুরসভার পাশে থাকলেই মিলছে এই উপহার। সকাল সকাল পুরপিতার এমন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: