দুর্গাপুরের লজ থেকে ওড়িশার বাসিন্দার পচন ধরা দেহ উদ্ধার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি লজের ভিতর থেকে এক ব্যক্তির পচন ধরা দেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম মীন বাহাদুর মগর। বয়স ৩৭ বছর। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লজের একটি ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। ডাকাডাকি করে কোনও সাড়া পাননি কর্মীরা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
লজের মালিক শুভজিৎ নন্দন জানান, লজের কর্মীরা ২৬ নম্বর রুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে জানান। ঘর থেকে কোনও সাড়া শব্দ মিলছে না বলেও জানান তাঁরা। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ওড়িশার (Odisha) ওই বাসিন্দার দেহ উদ্ধার করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
লজের কর্মী রুদ্রপ্রসাদ হালদার জানান, ২৭ মে ওই ব্যক্তি লজের ২৬ নম্বর রুম বুক করেন। মঙ্গলবার বিকেল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে ওই ঘরের ভিতর থেকে। সন্দেহ হওয়াতে ডাকাডাকি করেন লজের কর্মীরা। সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন লজের মালিক। মিনিট দশেকের মধ্যে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ভিতরে আলো নেভানো ছিল। দেহ পড়েছিল খাটের নীচে, মেঝের উপর। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

