দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: ইসিএলের আবাসনের ভিতর থেকে খনি কর্মীর পচাগলা দেহ উদ্ধার। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের পলাশবন এলাকার ঘটনা। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দেন থানায়। পুলিশ এসে গলায় ফাঁস দেওয়া খনি কর্মীর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমল চট্টোপাধ্যায় (৭৫)।
স্থানীয় সূত্রে খবর, অবসরের পর থেকে অমলবাবু ওই আবাসনে একাই থাকতেন। স্ত্রী, সন্তানরা অন্যত্র থাকেন। বৃহস্পতিবার সকালে ঘটনার কথা জানাজানি হয়। ভিতরে ঢুকে দেখা যায়, দেহে এমন পচন ধরেছে যে সনাক্ত করা মুশকিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।