October 3, 2023

কাঁকসার জঙ্গলে মিলল গলায় ফাঁস দেওয়া পচন ধরা দেহ

murder male

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ২৭ মে ২০২৩: শনিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার জাটগড়িয়ার জঙ্গল থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌর রাউত। বয়স আনুমানিক ৪২ বছর। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুরের আদি বাসিন্দা। তবে ইদানিং থাকতেন ফুলঝোড় এলাকায়।

স্থানীয় বাসিন্দারা সকালে জাটগড়িয়ার জঙ্গলে পচা গন্ধ পেয়ে দেহটি দেখতে পান। গলায় ফাঁস দেওয়া ছিল। পাশেই ছিল একটি বাইক। খবর দেওয়া হয় থানায়। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!