দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ডিপিএলের পরিত্যক্ত আবাসন থেকে বৃদ্ধের পচন ধরা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিরঞ্জন দাস (৭০)। তিনি ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। শুক্রবার সকালে কোকওভেন থানার রায়ডাঙা এলাকার ডিপিএলের ওই পরিত্যক্ত আবাসন থেকে ব্যাপক দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ গিয়ে আবাসনের দ্বিতীয় তল থেকে নিরঞ্জনবাবুর পচন ধরা দেহ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতলে দেহ নিয়ে যায় পুলিশ। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা রাজেশ বর্মা বলেন, “আমরা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই পরিত্যক্ত আবাসনে মাঝে মধ্যে দেখা যেত ওই বৃদ্ধকে। আত্মীয়-স্বজনদেরও দেখা যেত। দেহ দেখে মনে হচ্ছে দু-তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।