দীপা দাশমুন্সিকে ফের বিরাট দায়িত্ব দিল কংগ্রেস

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জুলাই ২০২৩: দীপা দাশমুন্সিকে (Deepa Dasmunsi) ফের বিরাট দায়িত্ব দিল কংগ্রেস (Congress)। হিমাচলপ্রদেশ ও ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সাফল্যের সঙ্গে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন দীপা। ত্রিপুরায় ক্ষমতা দখল করতে না পারলেও হিমাচলে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। পুরস্কার হিসাবে ফের জাতীয় স্তরে বড় দায়িত্ব দেওয়া হল প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির (Priya Ranjan Dasmunsi) স্ত্রী, বাংলার এই কংগ্রেস নেত্রীকে।
জানা গিয়েছে, চলতি বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হবে। তার প্রস্তুতি শুরু করেছে এআইসিসি (AICC)। পাঁচ রাজ্যের জন্য সিনিয়র পর্যবেক্ষক ও পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তেলেঙ্গানায় (Telengana) সিনিয়র পর্যবেক্ষক করা হয়েছে দীপাকে।