October 3, 2023

পঞ্চায়েতে হার, মানসিক অবসাদে আত্মঘাতী সিপিএম প্রার্থী

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১৭ জুলাই ২০২৩:পঞ্চায়েতে (Panchyat Election 2023) হার। মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী সিপিএম (CPIM) প্রার্থী। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শান্তিপুর বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানকার ২৪৫ নম্বর বুথে হেরে যান সিপিএম প্রার্থী অরবিন্দ প্রামানিক। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শেষে আত্মহত্যার পথ বেছে নেন।

জানা যায়, ১ নম্বর নতুন ফুলিয়ার বাসিন্দা অরবিন্দ দীর্ঘদিন সিপিএম দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তিন বার গ্রাম পঞ্চায়েতের সদস্য ও একবার পঞ্চায়েত সমিতিতে সিপিআএমের প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন। এ’বছর নিজের ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ার তিনি পাশের ২৪৫ নম্বর বুথে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পঞ্চায়েত নির্বাচনে।

শান্তিপূর্ণ ভাবে ভোট হলেও ১১ জুলাই ভোটের ফলাফল বেরোনোর পর মানসিকভাবে ভেঙে পড়েন অরবিন্দ। পরের দিন সকালে ঘাস মারার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!