দুরন্ত এক্সপ্রেস পানাগড় স্টেশন ছাড়ার পরে ধোঁয়া বেরোতে থাকে বগির নিচ থেকে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ জুলাই ২০২৪: দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন। ইঞ্জিনের পরের বগির নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রারা। ট্রেনের চালককে তা জানালে তিনি ট্রেন থামিয়ে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন রেলের আধিকারিকেরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সোমবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজবাঁধ স্টেশনের কাছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি পানাগড় স্টেশন ছাড়ার পরে বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে রাজবাঁধ স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। চাকার সঙ্গে ব্রেকের অতিরিক্ত ঘর্ষণের জেরে আগুন লেগে যায় ও ধোঁয়া বেরোতে থাকে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুশ্চিন্তার কিছু নেই বলে রেলের তরফে জানানো হয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।