দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিল্লির এক ব্যবসায়ীর এক কোটি এক লক্ষ টাকা দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে লুঠ হয়ে গেল বৃহস্পতিবার। গভীর রাতে ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুর্গাপুর থানার পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগাড়! একে একে গ্রেফতার হল থানার এক এএসআই, সিআইডির বম্ব স্কোয়াডের এক কনষ্টেবল, চাকরি থেকে বরখাস্ত হওয়া এক পুলিশ কর্মী সহ মোট ৬ জন। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে সাদা পোশাকে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেয় তারা। বৃহস্পতিবার দিনভর এই ঘটনা নিয়ে চরম চাঞ্চল্য দেখা যায় দুর্গাপুরে।
পুলিশ সূত্রে জানা যায়, দিল্লীর বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার (লিজ হোল্ডার) মুকেশ চাওলা আসানসোলের সীতারামপুরে আসেন নতুন ব্যবসায়িক ‘পার্টনারে’র সঙ্গে ব্যবসার কথা বলতে। সঙ্গে ছিলেন তাঁর মুন্সি। কথাবার্তার পর বৃহস্পতিবার মুকেশবাবু আসানসোল থেকে রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্যে জমা দিতে নগদ ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা হন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুরে পিয়ালা কালীবাড়ির কাছে গাড়ি আসতেই ক্রাইম ব্রাঞ্চের পরিচয় দিয়ে সাদা পোশাকে কয়েকজন তাঁর গাড়ি আটকায়। তাঁকে রাস্তার পাশে নিয়ে যায়। মুকেশবাবুকে চমকে টাকা নিয়ে নেয় তারা। এরপর তারা পালিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে মুকেশবাবু দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। গ্রেফতার করা হয় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের কনষ্টেবল চন্দন চৌধুরী, পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার, আসানসোলের ব্যবসায়ী সহ মোট ৬ জনকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কারা এর সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।