দামোদরের শ্রীরামপুর ঘাটে বেআইনি বালির কারবার বন্ধে পদক্ষেপের দাবি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রশাসনের তদন্তের নির্দেশের পরেও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের দামোদরের শ্রীরামপুর বালিঘাটে বেআইনি বালির কারবার বন্ধ হয়নি। জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে। দামোদরের উপর ছাই দিয়ে রাস্তা তৈরি করে বালি পরিবহণ করা হচ্ছে। এমন অভিযোগ তুলে বুধবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল গোপালমাঠের ভূমি রক্ষা কমিটি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কমিটির দাবি, এর আগে দামোদরে বালির খাদে পড়ে জলে ডুবে একাধিক মৃত্য়ুর ঘটনা ঘটেছে। যে ভাবে যন্ত্র নামিয়ে প্রকাশ্য দিবালোকে সরকারি নজরদারি ছাড়াই বালি উত্তালন করা হচ্ছে তাতে আগামীতে দামোদরের বুকের উপর ভয়াবহ মরণ ফাঁদ তৈরি হবে। সরকারের তরফে ওই ঘাটে নিয়মিত নজরদারি, জনবহুল এলাকা দিয়ে বালি পরিবহণ বন্ধ করা, জেসিবি দিয়ে বালি তোলা বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে কমিটি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )