দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ আগস্ট ২০২৩: ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে প্রবল জ্বর আসে যুবকের। এরপর বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে রাজবাঁধের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন পরিবারের লোকজন। সেখানেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গির জেরে মস্তিস্কে প্রবল রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় ওই যুবকের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।