দুর্গাপুরে ফের ডেঙ্গুর থাবা, আক্রান্ত ২
দুর্গাপুর: ফের ডেঙ্গুর থাবা দুর্গাপুর পুর নিগম এলাকায়। বেনাচিতির নতুনপল্লি এলাকায় এক ব্যবসায়ী শনিবার ডেঙ্গু আক্রান্ত হন।বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। অন্যদিকে, নিউ টাউনশিপ থানা এলাকার এক ব্যক্তিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নিকাশি নালা সংস্কার না হওয়াতেই বাড়ছে মশা মাছির উপদ্রব।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, “নতুন করে দুজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। একজন বাড়িতেই চিকিৎসাধীন, আর একজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সমস্ত নিকাশি নালা এবং জমা জল পরিষ্কার করার উপর জোর দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল নজরদারি চালাচ্ছে।”
Highlight

News
দুর্গাপুরে ফের ডেঙ্গুর থাবা, আক্রান্ত ২
:ফের ডেঙ্গুর থাবা দুর্গাপুর পুর নিগম এলাকায়। বেনাচিতির নতুনপল্লি এলাকায় এক ব্যবসায়ী শনিবার ডেঙ্গু আক্রান্ত হন।বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। অন্যদিকে, নিউ টাউনশিপ থানা এলাকার এক ব্যক্তিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Published By
Arpita Majumder
Publisher
Durgapur Darpan