দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ নভেম্বর ২০২৩: ফের ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। দুর্গাপুরের ৩১ নং ওয়ার্ডে বেশ কয়েকজনের ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। শুক্রবার সকালে দুর্গাপুর পুরসভার স্বাস্থ্যকর্মীরা ওই ওয়ার্ডের নুনিয়া পাড়া, বাটুল পাড়া এলাকায় গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন।
স্থানীয়দের সঙ্গে বচসা বেধে যায় স্বাস্থ্যকর্মীদের। এলাকাবাসীদের অভিযোগ, সাফাই কর্মীরা এলাকার আবর্জনা সাফ না করায় ডেঙ্গু ছড়াচ্ছে। এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরাও। পুরসভার প্রশাসক মন্ডলীর তীব্র সমালোচনা করেছে বিজেপি ও সিপিএম। যদিও সাফাই না করার অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তিওয়ারি। তিনি বলেন, ‘‘ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ করছে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।