আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, কাজল মিত্র, সালানপুরঃ বৃহস্পতিবার বিকালে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে স্মারকলিপি দেয় সিপিএমের বারাবনি এরিয়া কমিটি। দিনকয়েক আগে নবান্ন অভিযানে মইদুল ইসলাম মিদ্দা পুলিশের লাঠিতে জখম হন। হাসপাতালে ভর্তি করা হলে পরে তাঁর মৃত্যু হয়। প্রতিবাদে এদিন প্রথমে ফাঁড়ির সামনে পথসভা করা হয়। এরপর স্মারকলিপি প্রদান করা হয় রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি প্রসেনজিৎ রায়ের হাতে।
বামফ্রন্ট নেতা অসীম ব্যানার্জী বলেন, রাজ্যে গণতন্ত্র নেই। শিক্ষা আর চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠিতে প্রাণ গিয়েছে মইদুল ইসলাম মিদ্দার। প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর কনভেনার আবির ঘোষ, মহিলা নেত্রী শিপ্রা মুখার্জি, অশোক ব্যানার্জি, বারাবনির সিপিএম সভাপতি অসীম ব্যানার্জি প্রমুখ।
আরও পড়ুন-প্রয়াত সমাজসেবী শেখ রিয়াজ স্মরণে জেমারীতে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট