দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার মধ্যে রয়েছে দুটি লোকসভা কেন্দ্র। আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর (আংশিক)। ভোট হবে ১৩ মে। নোটিফিকেশন জারি হবে ১৮ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। স্ক্রুটিনি ২৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আসানসোল কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩ হাজার ৪২৫। পুরুষ ১১ লক্ষ ৭৩ হাজার ৬০০। মহিলা ১১ লক্ষ ২৯ হাজার ৭৮৫। তৃতীয় লিঙ্গ ৪০। স্পর্শকাতর বুথের সংখ্যা ২০০টি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৪৭ হাজার ২৮৩। পুরুষ ৯ লক্ষ ২৭ হাজার ৬৫৯। মহিলা ৯ লক্ষ ১৯ হাজার ৫৯৭। তৃতীয় লিঙ্গ ২৭। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।