দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ এপ্রিল ২০২৪: নীলষষ্ঠী উপলক্ষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রবীন্দ্রপল্লি সি ব্লকের শিব কালী মন্দিরে শুক্রবার সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দেন দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
মন্দির পরিচালন কমিটির সভাপতি অমিতাভ ব্যানার্জি জানান, সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পূণ্যস্নান, দুপুর ১২টায় হোম যজ্ঞ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যারতির আয়োজন করা হয়। এরপর প্রসাদ বিতরণ করা হয়। নীলষষ্ঠী উপলক্ষে হাজার হাজার ভক্ত এদিন সমবেত হয়েছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।