ভোর থেকে দীর্ঘ লাইন ভক্তদের, শিবের মাথায় জল ঢালার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ জুলাই ২০২৪: শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিব ভক্তদের প্রিয় দিন। ভক্তরা এইদিন শিবলিঙ্গে জল ঢালেন। সেজন্য স্নান সেরে ভোরবেলা থেকে শিবমন্দিরে ভিড় জমান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক এক করে শিবের মাথায় জল ঢালেন। তাঁরা বিশ্বাস করেন, এই দিনে ভগবান শিবের ভক্তিভরে প্রার্থনা করলে তিনি মনোবাঞ্ছা পূর্ণ করেন। বস্তুত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই শিব ভক্তদের কাছে অতি প্রিয় দিন।
ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় গঙ্গা জল এবং বেলপাতা দিলে তিনি খুব খুশি হন। অনেকে শুধু গঙ্গাজল শিবের মাথায় ঢালেন। অনেকে আবার জলাভিষেকের সময় গঙ্গা জলের সঙ্গে মধু মিশিয়ে, সেই জল শিবের মাথায় ঢালেন। কেউ কেউ আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। ভক্তরা মনে করেন, শ্রাবণ মাসে সোমবারে শিবের অভিষেক করলে সাংসারিক সমস্যা থেকে শুরু করে অর্থ সংকট, অথবা দীর্ঘদিনের রোগভোগ সহ নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের আড়রায় রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন রাঢ়েশ্বর শিব মন্দির। মন্দিরটি বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি।মন্দিরটি চন্দ্র ও পাল আমলে প্রচলিত দেউল স্থাপত্যের উদাহরণ। বলা হয়, সম্রাট বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে রাঢ়েশ্বর শিবমন্দির স্থাপন করেন। হাজার বছরের প্রাচীন এই মন্দিরের ভিতরে খুব অল্প পরিসরের গর্ভগৃহ রয়েছে। সেখানে পিনাক সমেত বিশালাকৃতির গ্রানাইট পাথরের তৈরি শিবলিঙ্গ একটি কূপের উপরে স্থাপিত। প্রতিদিন সকালে শিবলিঙ্গের শিঙ্গার করেন সেবাইতরা। যা, রুদ্র অভিষেক নামে পরিচিত।
শ্রাবণ মাসের প্রতি সোমবার দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোর থেকে ভক্তদের বিশাল লাইন পড়েছে শিব মন্দির চত্বরে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তাঁরা শিবের মাথায় জল ঢালবেন বলে। যত সময় যাচ্ছে তত যেন ভিড় বাড়ছে। মন্দির চত্বরের চারদিকে ফুল, মিষ্টির দোকান বসেছে। বসেছে ছোটখাটো মেলা। ভিড় নিয়ন্ত্রণের জন্য রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।